রেজার ব্যবহার করতে অনেকেই ভয় পেয়ে থাকে। পুরুষের তুলনায় নারী দেড় এই ভয় বেশি কাজ করে থাকে। যার জন্য তারা রেজার এর পরিবর্তে ভীট ব্যবহার করে থাকে।
প্রাইভেট পার্টে রেজার ব্যবহারের নিয়ম?
![]() |
| প্রাইভেট পার্টে রেজার ব্যবহারের নিয়ম | কিভাবে রেজার ব্যবহার করবো? |
আন্ডারআর্মস এবং বিকিনি লাইন মেয়েদের শরীরের অন্যান্য প্রতিটি অংশের মতই একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে শরীরের অন্যান্য জায়গা থেকে এই অংশগুলো অনেক বেশি স্পর্শকাতর এবং সংবেদনশীল হয়ে থাকে। শরীরের বিভিন্ন অংশে লোম থাকাটা খুবই স্বাভাবিক। তবে এই অবাঞ্ছিত লোম অনেকের জন্যেই অনেক অস্বস্তিকর। একটা নির্দিষ্ট সময় পর পর এই জায়গাগুলো প্রপার ভাবে পরিষ্কার করা না হলে দেখতে যেমন খারাপ লাগে তেমনি নিজের কাছেও ভাল লাগেনা। তাছাড়া নিয়মিত এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ঘামের দুর্গন্ধও বেড়ে যায় অনেক গুণ। আন্ডারআর্মস এবং বিকিনি লাইন ক্লিন রাখতে অনেকেই অনেকে রকম পদ্ধতি অবলম্বন করে। এদের মধ্যে শেভিং পদ্ধতি, হেয়ার রিমুভাল ক্রিম বা লোশনের ব্যবহার, আবার অনেকেই প্রেফার করেন ওয়াক্সিং। প্রাইভেট পার্টে রেজার ব্যবহার করার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তা আজকে জেনে নেই।
(১) ছেলে মেয়ে ভেদে সঠিক রেজারটি বেছে নিন:
স্কিনের যত্নে অনেক ব্যপারে আমরা অনেক বেশি সচেতন! কিন্তু ছোটখাট হলেও খুব জরুরী কিছু ব্যপারে আমাদের থাকে রাজ্যের অনীহা।প্রপারলি আন্ডারআর্ম এবং বিকিনি লাইন ক্লিন করাও তেমনি। মেয়েরা অনেকেই অনেক সময় নিজের জন্যে আলাদা রেজর ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝে না। এমনকি হাতের কাছে ছেলেদের রেজর থাকলে, নতুন করে আবার আলাদা রেজর কিনার ঝামেলা এরাতে সেগুলোই ব্যবহার করে। অথচ এর ফলে আমরা মেয়েরা আমাদের কি পরিমাণ ক্ষতি করছি না বুঝেই তা অনেক সময় উপলব্ধি করিনা। মেয়েদের স্কিন স্বভাবতই ছেলেদের স্কিনের চেয়ে অনেক বেশি সেনসিটিভ হয়ে থাকে। তাই একি রেজর যা ছেলেরা ব্যবহার করছে তা যদি মেয়েরা ব্যবহার করে তবে স্কিনে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। এদের মধ্যে জ্বলাপোঁরা, ইচিং, লাল হয়ে যাওয়া, ছিলে যাওয়া এই সমস্যাগুলো খুবই কমন। তাই মেয়েদের জন্যে আন্ডারআর্ম এবং বিকিনি লাইন ক্লিন করতে রেজর ব্যবহারের আগে অবশ্যই স্কিন বুঝে নিজের জন্যে উপযুক্ত রেজরটিই বাছাই করে নিতে হবে।
Read more: যে সকল কারণে নারীদের মাসিক দেরীতে হয়
(২) অবশ্যই পরিষ্কার রেজার ব্যবহার করবেন:
আমরা অনেকেই এক রেজার প্রায় কয়েক মাস টানা ব্যবহার করি। অথচ এটি কিন্তু খুবই ক্ষতিকর। আমরা অনেকেই কমপ্লেইন করি রেজার ব্যবহারের পর স্কিন খসখসে লাগে বা প্রপারলি ক্লিন হয়না কেন? এর বড় একটি কারণ হচ্ছে, সময় মত রেজার পরিবর্তন না করা।
Read more: যৌনমিলনে ৪৫ ভাগ পুরুষের স্থায়িত্ব মাত্র

#ref-menu
একটি মন্তব্য পোস্ট করুন